
আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও যাত্রাবাড়ী জোনের পরিচালক মুফতি আনিসুর রহমান কাসেমী এবং পরিচালনা করেন মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রিজওয়ান হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সভাপতি মুফতি সানাউল্লাহ আমিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, হাফেজ শামসুল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ওবায়েদুর রহমান এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় পরিষদ সদস্য মুহাম্মদ জাবের আল হোসাইন।
এছাড়াও যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।