JuboKantho24 Logo

যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত– বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন গণজাগরণকে ধরে রাখতে হবে

 

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা গত ১৪ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ইমাম মাওলানা ফরিদ আহমদ খান।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য মুফতী হাবীব নুহ ও হাফিজ শায়খ জালাল উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম,সহ সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি হাফিজ মাওলানা ছালেহ আহমদ,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক,বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,নির্বাহী সদস্য ক্বারী মাওলানা আব্দুল জলিল,মাওলানা মুহিউদ্দীন খান,মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন,সারা দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নতুন গণজাগরণ তৈরী হয়েছে। দলে দলে আলেম উলামা সহ সর্বস্তরের সাধারণ মানুষ সংগঠনে যোগদান করেছেন। গণজাগরণকে কাজে লাগিয়ে বৃটেনেও সাংগঠনিক কার্যক্রম কে আরো জোরদার ও গতিশীল করতে হবে।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করতে বেশ কয়টি শহরে সফর সহ বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে গুরুত্বপূর্ণ নসিহত ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ব্রাডফোর্ড তাওক্কুলিয়া মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল জলিল বলরামপুরী।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ