যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিজয়ের দিনে দেশে ফিরেই ছুটে গেছেন জন্মভূমি মাগুরায়।আর সাকিবের সঙ্গে এই সফরে আছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনও।
সাকিব মাগুরায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন।
সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, মাগুরায় প্রিয় ভাইয়ের সঙ্গে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।'
গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী শিশিরসহ পরিবারের সদস্যরা থাকেন।