যুব মজলিস গাজীপুর সদর উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ (২৯ মার্চ ২০২৪) ১৯রমজান শনিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলার সদর উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুফতী ফয়জুল্লাহ এর সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুল মতিন এর পরিচালনায় স্থানীয় একটি হোটেলে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এর দ্রুত মুক্তি কামনায় আলোচনা সভা, দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, গাজীপুর মহানগর শাখার সভাপতি হাফেজ কাজী নিজাম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুব মজলিস গাজীপুর জেলা শাখার সহসভাপতি মুফতী জাহিদ হাসান কাসেমী, মহানগর শাখার সহসভাপতি মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল মালেক, বায়তুলমাল বিভাগের সম্পাদক কারী মোল্লা আবু বকর সিদ্দিক, মাওলানা আনোয়ারুল ইসলাম, মুফতি মামুনুর রশীদ, মুহাম্মাদ রাসেল মেম্বার, আলফাজ উদ্দিন প্রমুখ।