যুব মজলিস ফরিদপুর জেলা শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।আজ ১৮ মার্চ ২৫ (১৭ রমাদান) মঙ্গলবার।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে নবান্ন রেস্তোরাঁ ফরিদপুরে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে খাস এর সদস্য ও জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া ও প্রচার বিভাগের সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মাদুল্লাহ এর পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিবাবক পরিষদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী সাহেব। প্রধান বক্তা হিসেবে
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হেলালুদ্দিন সাহেব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হোসাইন। বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ- সভাপতি মাওলানা আবুল হোসাইন, সহ সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে খাস এর সদস্য ও ফরিদপুর জেলা সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, সহ সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ নাজমুল হাসান, বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা আবু নাঈম, অফিস বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন , সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা ওমর ফারুক, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,সহ বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ মুহাম্মাদুল্লাহ, ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, ছাত্র মজলিসের সাবেক ফরিদপুর জেলা সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, রোযাকে আল্লাহ ফরয করেছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াই হল সুন্দর সমাজ, আদর্শ রাষ্ট্র ও বৈষম্যহীন জীবনব্যবস্থার একমাত্র মাধ্যম। মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হলে সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস, জুলুম, দূর হবে। তারা বলেন ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামী খেলাফতই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই আসুন, এই মাহে রমজানে আত্মশুদ্ধির পাশাপাশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।
অন্যান্যদের মাঝে বিভিন্ন দলের প্রতিনিধি বক্তব্য রাখেন যুব দল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,
যুব জমিয়ত,জামায়াত ইসলামী যুব সম্পাদক,যুব উলামা কল্যান,জাতীয় নাগরিক পার্টি,যুব অধিকার পরিষদ সহ আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস,যুব মজলিস,ছাত্র মজলিস,
শ্রমিক মজলিসের জেলা ও থানা দায়িত্বশীল বৃন্দ।