
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে যৌনকর্মীদের প্রসঙ্গে বলেন, “যৌনকর্মী পৃথিবীর কোথাও এটা লিগাল পেশা না। আমাদের কাজ হচ্ছে এটা দেখা যে এই দুর্ভাগা মেয়েরা বা নারীরা কেনো এই ধরনের পেশায় আসছে। কেউ শখ করে এই পেশায় আসে আমি এটা মনে করি না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই পেশা থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে, সমাজে তাকে পুনর্বাসন করতে হবে এবং একটা সম্মান জনক পেশায় তাদেরকে জায়গা দিতে হবে।”
তিনি আরও বলেন, “এই পেশার পিছনে দেখা যায় যে হয় জোর করে, মেনিপুলেট করে, কিংবা ব্ল্যাক মেইল, বল প্রয়োগ করে নানাভাবে এই পেশায় আনা হয় এবং এর সাথে নারী পাচারের সম্পর্ক আছে বলে আমি মনে করি। এটা একেবারেই যৌক্তিক হয়নাই যে যৌনকর্মীদেরকে শ্রমিক মর্যাদা দেওয়ার ব্যাপারে। বরং তাদের এখান থেকে বের করে আনার ব্যাপারে একটা প্রস্তাব তারা দিতে পারতেন।”