Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

রাজবাড়ী জেলার কাউন্সিল সম্পন্ন – নূরুল হক নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে ——–জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়ত সভাপতি আরো বলেন, এর দায় সরকার ও প্রশাসন কোন ভাবেই এড়াতে পারেনা। জমিয়তের গৌরবময় ইতিহাস টেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সাথে সম্পৃক্ত করার জোর তৎপরতা পরিচালনা করুন। আজ ৩০ আগষ্ট শনিবার দুপুর ১২ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বক্তব্য রাখেন। জেলা মডেল মসজিদের হলরুমে মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী,মাওলানা জাকির হোসাইন দাদশী, মাওলানা মুহিউদ্দীন আজাদ ও হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ। কাউন্সিলে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা জাকির হোসাইন দাদশীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহিউদ্দীন আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।