শক্তির মালিকের সাথেই দুনিয়া বন্ধুত্ব করে: নেয়ামতুল্লাহ আমিন

বিশ্বরাজনীতির এক চমৎকার বাস্তবতা হলো, দুনিয়া সবসময় শক্তির দিকেই ঝুঁকে পড়ে!
যার হাতে ক্ষমতা, তার কাছেই সবাই ছুটে যায়; আর যার হাতে কিছু নেই, তার কণ্ঠস্বরকেই ‘অপরাধ’ বানিয়ে ফেলা হয়।

ভারতের উদাহরণই ধরুন:
তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আলেম-উলামাদের বিরুদ্ধে “জঙ্গি” বলে চিৎকার করে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব আলেমদের দমন করেছে, কখনো কখনো সরকারের হাত ধরে কারাগারে পাঠিয়েছে।

কিন্তু আজ সেই ভারতই দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে।যাদের আকিদা, চেতনা ও ইসলামী আদর্শ বাংলাদেশের আলেমদের সঙ্গে এক,সেই আ’ফ’গা’নি’স্তা’নের মোল্লাদের সঙ্গেই তারা আজ হাসিমুখে বৈঠক করছে!
করমর্দন করছে, কৃতজ্ঞতার শ্বাস ফেলছে— কারণ এখন আ’ফ’গা’ন মোল্লাদের হাতে আছে রাষ্ট্রক্ষমতা, আছে শক্তি ও প্রভাব।
এই দৃশ্যই বিশ্বকে মনে করিয়ে দেয়,
দুনিয়া কখনো নীতির পক্ষে নয়, বরং শক্তির পক্ষে।যার হাতে শক্তি, তাকেই সবাই সম্মান দেয়;
আর দুর্বল হলে, সত্য কথা বললেও তাকে দমন করা হয়। তাই আজ সময় এসেছে উপলব্ধি করার- শক্তি অর্জনের বিকল্প নেই! নিজেদের প্রভাব, ঐক্য ও আত্মনির্ভরতা ছাড়া কেউ আমাদের মর্যাদা দেবে না!

ইতিহাস সাক্ষী-
যে জাতি নিজেকে শক্তিশালী করে, বিশ্ব তাদের কথাই শোনে।
আর যারা পরনির্ভর, তারা শুধু “অভিযোগের ভাষা” নিয়েই বেঁচে থাকে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ