
শেরপুরের নকলা উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধাকে উত্যক্ত করার অভিযোগে একই গ্রামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনাকুশা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন ওই গ্রামের মৃত জফিল উদ্দিনের স্ত্রী ১০৫ বছরের বৃদ্ধা জাবিরন। ওই সময় একই গ্রামের বাসিন্দা জবেদ আলী (৮০) ঘরে ঢুকে তাঁকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে উত্যক্ত করার চেষ্টা চালায়। জাবিরন প্রাণপণ চেষ্টায় তাকে ঠেলে ফেলে দিয়ে চিৎকার শুরু করলে তাঁর ছেলের বউ নুরজাহান ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
সকালে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জবেদ আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।