আসন্ন ২ আগস্ট, শনিবার ঐতিহাসিক কচুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিশাল জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির আমির ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মামুনুল হক। তাঁকে বরণ করে নিতে ইতোমধ্যেই কচুয়ায় বইছে প্রস্তুতির জোয়ার।
সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জানাচ্ছেন, মাওলানা মামুনুল হকের আগমন উপলক্ষে উপজেলার সর্বত্র চলছে উৎসবমুখর পরিবেশ। কচুয়ার গুরুত্বপূর্ণ মোড়, ইউনিয়ন ও বাজার এলাকাগুলোতে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মাঠে নির্মাণ করা হচ্ছে মঞ্চ ও শ্রোতাদের জন্য সুব্যবস্থাপনা। গণসংযোগ ও প্রচার চালানো হচ্ছে প্রতিটি পাড়া-মহল্লায়।
জনসভাকে সফল করতে ইতোমধ্যে খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় বক্তারা খেলাফতের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভার মূল উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা বলেন, "বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আয়োজক সূত্রে জানা গেছে, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক জনতা সমাবেশে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। নারী ও পুরুষ উভয়ের জন্য পৃথক বসার ব্যবস্থা, সুপেয় পানি, মেডিকেল সহায়তা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে একাধিক টিম।
উল্লেখ্য, দীর্ঘ সময় পর মাওলানা মামুনুল হকের কচুয়া সফরকে ঘিরে স্থানীয় ইসলামপ্রিয় জনতা, তরুণ কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।