
জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম আল্লামা আহমদুল্লাহ রহ. এর ইন্তিকালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।
এক যৌথ শোকবার্তায় পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দীন ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন—
আল্লামা আহমদুল্লাহ রহ. ছিলেন ইলমে হাদিস ও ফিকহের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘকাল জামিয়া ইসলামিয়া পটিয়ার মতো ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠে নেতৃত্ব প্রদান করে অসংখ্য ছাত্রকে দ্বীনের খেদমতে নিয়োজিত করেছেন। তাঁর ইন্তিকালে দেশ-জাতি এক মূল্যবান সম্পদ হারালো।
নেতৃবৃন্দ আরও বলেন, তিনি আমৃত্যু কুরআন-সুন্নাহর আলোকে মানুষের হেদায়েতের কাজ করে গেছেন। তাঁর ইলম, দাওয়াত ও তাকওয়ার জীবনধারা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নিঃসন্দেহে এ শূন্যতা পূরণ হওয়ার নয়।
পরিষদের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবার, ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভাপতি
মুফতি কামালুদ্দীন
সেক্রেটারি
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ, ঢাকা