শায়খুল হাদিস পরিষদ গাজীপুর জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শায়খুল হাদিস পরিষদ গাজীপুর জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শায়খুল হাদিস পরিষদ গাজীপুর জেলার উদ্যোগে আজ বিকাল ৩টায় জামিয়া আরাবিয়া মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার আহবায়ক মাওলানা মাসউদুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মুফতি মহিউদ্দিন কাসেমী এবং মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী।
জেলা যুগ্ম সদস্য সচিব আলহাজ্ব কাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল মালেক আজাদ, যুগ্ম বায়তুল মাল সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম নোমানী, হাফেজ ক্বারী আনোয়ার হোসাইন, মুফতি মাহবুব আশরাফী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা জুনায়েদ সাকিব, মাওলানা তোফায়েল আহমেদসহ পরিষদের গাজীপুর জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উক্ত বৈঠকে আগামী ২০ সেপ্টেম্বর শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে “হেফাজতের চার রাহবারের ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রাম” শীর্ষক জাতীয় কনফারেন্স সফল করার লক্ষ্যে শায়খুল হাদিস পরিষদ গাজীপুর জেলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ