আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাভারের হেমায়েতপুরস্থ মারকাজুত তারবিয়াহ আলমনগরে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় “হেফাজতের চার রাহবার; নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম” শীর্ষক জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদিস পরিষদের সভাপতি হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এবং পরিচালনা করেন সাভার জোনের সদস্যসচিব মুফতী মাহফুজ হায়দার কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক দা. বা.। পরামর্শ সভায় আগামী ২০ সেপ্টেম্বরের জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা চার রাহবারের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিতভাবে কনফারেন্সকে সফল করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন মুফতী সাঈদ নূর পীর সাহেব মানিকগঞ্জ, সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল্লাহ, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, শাইখুল হাদিস পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাভার জোনের আহবায়ক মুফতী ফারুক হুসাইন, গুলশান জোনের আহবায়ক মুফতী ওয়াজেদ আলী, মাওলানা দ্বীন মোহাম্মাদ পীর সাহেব জায়গীর, হাফেজ মাওলানা নূর মুহাম্মাদ, মাওলানা আলী আকবর, মাওলানা আলী আজম, মাওলানা আশরাফ আলী ধামরাই, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা সানাউল্লাহ ধামরাই, কোনাবাড়ী ইমাম ওলামা পরিষদের উপদেষ্টা সাইয়েদ মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা শাহেদ জহেরি, মাওলানা নাসির উদ্দিন রহমানী, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা জুনায়েদ ফরিদী প্রমুখ। সভায় সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ ও গাজীপুর কোনাবাড়ীর প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।