আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রঃ) মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর সেখান থেকে শাহ পরাণ রহ মাজারের উদ্দেশে রওনা দেন।
এর আগে বুধবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।