
ফেসবুকে লেখালেখি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের ‘বট বাহিনী’ আখ্যা দিয়ে পেটানোর পরিকল্পনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। একটি হোয়াটঅ্যাপ গ্রুপে তারা এমন পরিকল্পনা করেন।
ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ অনেকে। ‘রাবি ছাত্রদল’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশট গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “রাবি ছাত্রদল” নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হওয়ায় বিভিন্ন মহলে বিভ্রান্তি ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রাবি ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে রাবি ছাত্রদলের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো সিনিয়র নেতা অবগত ছিলেন না এবং বিষয়টি পূর্বানুমতি ছাড়াই পরিচালিত হয়ে আসছিল কিংবা এটি আধুনিক প্রযুক্তির দ্বারা সম্পাদিতও হতে পারে।’
রাহী বলেন, ‘আমরা স্পষ্টাক্ষরে বলতে চাই, গ্রুপটি ছাত্রদলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত কিংবা দিকনির্দেশনার আওতাধীন নয়। শুধুমাত্র পদাধিকারের কারণে কিছু কর্মী গ্রুপটিতে আমাকে ও সিনিয়র নেতাদের এডমিন হিসেবে যুক্ত করে থাকতে পারে তবে গ্রুপটি সরাসরি কোনো সাংগঠনিক তৎপরতার সঙ্গে সম্পৃক্ত নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭টি হল, সকল অনুষদ ও বিভাগভিত্তিক অসংখ্য গ্রুপ থাকতে পারে এবং এসব গ্রুপে যারা যুক্ত আছেন, তাদের সকলে দলীয় নির্দেশনার অংশ নন।’
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অফিসিয়াল কোনো গ্রুপ নাই। এমতাবস্থায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই ও বোনকে বট বাহিনীর মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের মিডিয়া ট্রায়ালের বশবর্তী হয়ে সংবাদ উপস্থাপন না করার অনুরোধ জানাচ্ছি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় কেউ লিপ্ত হবেন না। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনার বাইরে কেউ সক্রিয় থাকলে তার বিরুদ্ধে সংগঠনের গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে গতকাল ওই হোয়াটঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও কর্মী হাসিবুল ইসলাম হাসিব শিক্ষার্থীদের মারধর করার বিষয়ে নানা আলোচনা করেন।
ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে গতকাল সংবাদমাধ্যমে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেন, রাবি ছাত্রদলের ওই গ্রুপ সম্পর্কে তিনি কিছুই জানেন না। একইভাবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাহীও দাবি করেন, তিনি ‘রাবি ছাত্রদল’ গ্রুপে নেই। তবে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কয়েকটি স্ক্রিনশটে দেখা যায়, নাছির ও রাহী দুজনই ওই গ্রুপের অ্যাডমিন। হোয়াটসঅ্যাপের ওই গ্রুপের অ্যাডমিন থাকার বিষয়ে জানতে আজ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত রবিবার বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালন করে রাবি ছাত্রদল। বিষয়টির সমালোচনা করে অনেক শিক্ষার্থী ফেসবুকে লেখালেখি করেন। এরপরই ছাত্রদল তাদের মারধরের ওই পরিকল্পনা করে।