২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে এবং শহীদদের স্মরণে আজ সোমবার বিকালে একটি বৃহৎ শাপলা র্যালি বের করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর শ্চিম শাখা।
র্যালিটি বিকাল ৫:৩০ টায় রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে টাউন হল মোড় পর্যন্ত অগ্রসর হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন " শাপলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।১৯৭১ সালের পরে তিনবার ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে, ১৯৭৫ সালে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং ২০১৩ সালে শাপলার মহা জাগরণ ও সর্বশেষ ২০২৪ এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছিল। ”
তিনি আরও বলেন, " শাপলার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাপলা চত্বরে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান সায়েম, সমাজকল্যাণ সম্পাদক সামিউল্লাহ শ্যামল। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।