আরাফাত নুর;
নরসিংদী রায়পুরার সরকারি আদিয়াবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া'র বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মতো ১ডজন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ই আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে স্কুল-কলেজের অর্থ আত্মসাৎ করেছেন। স্কুলের আয় ব্যায়ের হিসাব কাউকে জানানোর প্রয়োজন মনে করেনা তিনি। তিনি এককভাবে সব কিছু করে থাকে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে স্কুল-কলেজে ভর্তি ও ফর্ম ফিলাপের মাধ্যমেও লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করেন।
শিক্ষার্থীরা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–বিরোধী ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা তাকে কলেজে আসার জন্য বার বার ফোন দিলেও তিনি তা আমলে নেয়নি।
এ ছাড়া অধ্যক্ষের উদাসীনতায় স্কুলটিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। পরে শিক্ষার্থীরা ওই অধ্যক্ষের পদত্যাগ ও বিচারের দাবিতে এক দফা দেন। তারা বলেন অধ্যক্ষ পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পাঠদানে ফিরে যাবেন না৷ এসময় তারা ক্লাস বর্জন করে নতুন কর্মসূচি দিয়ে রাজপথে নামার হুশিয়ার দেন।
এই বিষয়ে জানতে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া'র মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।