
কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ–এর অধীনে ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সারাদেশে একযোগে শুরু হয়েছে।
আল-হাইআতুল উলয়ার তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলার ২৫৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।
আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে সকাল ৮টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, কেন্দ্র তত্ত্বাবধান এবং পরীক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মাদরাসা ও কেন্দ্র কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষা কেন্দ্র রাজধানীর মিরপুরের জামিয়া ইসলামিয়া শহীদ মুক্তিযোদ্ধা মুসলিম বাজার মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন জানান, এ কেন্দ্রের সার্বিক অবস্থা অত্যন্ত সন্তোষজনক।
তিনি বলেন, “আল-হাইআতুল উলয়ার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়েছে। কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে বসানো হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কদের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনাসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ পুরো পরীক্ষাকালজুড়ে কেন্দ্রের পরিবেশ সুশৃঙ্খল ও নকলমুক্ত থাকবে এবং পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবে।”
উল্লেখ্য, দাওরায়ে হাদিস পরীক্ষা কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরের কেন্দ্রীয় পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কওমি শিক্ষায় সর্বোচ্চ সনদ অর্জন করে থাকেন। সারাদেশের হাজারো কওমি মাদরাসার শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।




