লেখালেখিতে বিশেষ অবদান রাখায় পল্টনে অনুষ্ঠিত টইটই সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কলমসৈনিক পত্রিকার সম্পাদক কবি মিযানুর রহমান জামীল।
টইটই এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে গত ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।উদ্বোধক ছিলেন কথা-সাহিত্যিক শাওন আসগর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খান, ছড়াশিল্পী সুমন রায়হান।
জানা যায় ২০২৫ এর বইমেলায় মিযানুর রহমান জামীল এর 'ফুলের আঘাত' (টইটই থেকে প্রকাশিত) পাঠকসমাজে তুমুল আলোচনা সৃষ্টি করে। বইমেলার মাস শেষ না হতেই প্রথম মুদ্রণ পুরিয়ে যায়।
২০১১ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রকাশনী থেকে তার ৪০টি বই প্রকাশিত হয়েছে। বিশেষ করে এ্যাকশন, মহাবিপদ সঙ্কেত, ইতিহাসের মহানায়ক, বর্ণাঢ্য হায়াত, সোনালি জীবন, সময়ের প্রত্যাবর্তন, হৃদয়ে ফকীহুল মিল্লাত, হায়াতে সানাউল্লাহ আব্বাসী, সাত সমুদ্র পেরিয়ে, আমাকে বাঁচান, সীমান্ত প্রহরী, শিউলি ফোটার দিনে, সোনালি কবিতার দোশে, ফুলের আঘাত, ভোরের আজান, অন্যতম।
মিযানুর রহমান জামীল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক।
তিনি বলেন— আগামীতে কওমী তরুণদের লেখালেখির এ ধারা অব্যাহত থাকলে আশা করা যায় অনুজরাও লেখালেখিতে এগিয়ে আসবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, নিলয় বিশ্বাস, মিলি হক, মোহাম্মদ কুতুবউদ্দিন, গোলাম নবী পান্না, গিয়াস হায়দার, বিমল সাহা, রাইয়ান জহির, ফারুক প্রধান, সরদার আব্বাস উদ্দিন, নার্গিস চমন, ওয়ালিদা মোনালিসা, সুমাইয়া আক্তার, মাহবুব সহ আরও অনেকে।