সিরাত সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
আগামী ১১ অক্টোবর, রাজধানীর শাহবাগ চত্বরে ছাত্র জমিয়ত বাংলাদেশের আয়োজিত সিরাত সম্মেলন সফলের লক্ষ্যে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র জমিয়তের সভাপতি শেখ ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীমের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন।
আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ সভাপতি শরীফ আহমেদ, সহ সভাপতি আবির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সাইফ বিন সাজ্জাদ, প্রচার সম্পাদক আরিফ বিন ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসেন, সমাজ সেবা সম্পাদক মনির হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসরুর আহমদও আব্দুল হালিম প্রমুখ।
এসময় জেলা নেতৃবৃন্দ সম্মেলনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও সার্বিক বিষয়ে সহযোগিতারও আশ্বাস দেন।