-
২৮ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) ফাহিম আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রনেতা রিদওয়ান মাযহারী নবনির্বাচিত প্যানেল ঘোষণা করে বলেন, "আপনাদের সামনে যে রোডম্যাপ রয়েছে, তা বাস্তবায়নে দৃঢ়তা, শৃঙ্খলা ও আনুগত্যই হবে প্রধান শক্তি। লক্ষ্যে পৌঁছাতে কোনোভাবেই সংকল্পের ঘাটতি কিংবা দায়িত্ব পালনে সীমালঙ্ঘন চলবে না। সংগঠনের নীতি ও আদর্শের প্রতি শতভাগ আনুগত্যই সদস্যের পরিচয় বহন করে।"
তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির প্রতি অনাস্থা জানিয়ে বলেন, "কোনো অবস্থাতেই ব্যক্তি পূজা বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি সংগঠনের স্বার্থবিরোধী। মূল দলের প্রতি অবিচল শ্রদ্ধা ও নিরঙ্কুশ আস্থাই আমাদের আদর্শিক পথচলার চালিকাশক্তি হওয়া উচিত।"
উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-০৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আমেরিকা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল মুত্তাকিন হাসারচরী, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, সদস্য সচিব মাওলানা সাইদুজ্জামান আল-হায়দার, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুব সালমান।
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-০৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও ইউরোপ জমিয়তের সমাজসেবা সম্পাদক আলহাজ্ব নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইমদাদুল হক হাসারচরী, সাবেক সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হাবিব ছালেহ, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বাহা, কাতার জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শুয়েব আহমদ, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নাহিদ হাসান আযহারী, যুবনেতা হাফিজ হেলাল আহমদ, মাওলানা হাফিজুর রহমান মারুফ, মাওলানা জুবায়ের আহমদ সাদী, মাওলানা আসআদ আহমদ প্রমূখ।
সদস্য সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সুহাইল আহমদ ইয়াহ্ইয়াকে সভাপতি, রিয়াজ উদ্দীনকে সাধারণ সম্পাদক ও কয়েস আহমদ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।