সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ২০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত এক বিশেষ চিরুনি অভিযানে তাদের আটক করা হয়। রোববার(২৫ জানুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় আরও ১ হাজার ৭৬২ জনকে হাতেনাতে ধরা হয়, যাদের অর্ধেকের বেশি ইথিওপিয়ান এবং বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। শুধু অনুপ্রবেশকারীই নয়, অবৈধদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করায় ১১ জন স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সহায়তাকারীদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটিতে বসবাসরত প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষের মধ্যে বিশাল একটি অংশ অভিবাসী হওয়ায়, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই ধরপাকড় অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রশাসন।