
রিয়াদ, ১৮ সেপ্টেম্বর:
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব বা পাকিস্তান—যে কোনো একটি দেশ আক্রান্ত হলে উভয় দেশ সেটিকে নিজেদের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করবে।
চুক্তি অনুযায়ী, হামলার জবাবে দুই দেশ যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্লেষকদের মতে, এ চুক্তি শুধু দুই দেশের নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক ভূ-রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।