
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে শেষ পর্যায়ে পৌঁছেছে ৮ দলের মধ্যে প্রার্থী সমন্বয় সংক্রান্ত আলোচনা। একাধিক বৈঠক ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়েই ঐকমত্যে পৌঁছেছে সংশ্লিষ্ট দলগুলো। ফলে যে কোনো সময় প্রার্থী সমন্বয়ের চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে।
সূত্র জানায়, ভোটের মাঠে অযথা বিভাজন এড়ানো এবং যৌথভাবে শক্ত অবস্থান তৈরি করতেই এই সমন্বয় উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় অংশ নেওয়া দলগুলো পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে আসনভিত্তিক প্রার্থী নির্ধারণে অগ্রগতি অর্জন করেছে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই সমন্বয়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে, কোনো ধরনের উত্তেজনা বা বিরোধ দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “আমরা সবাই চাই ভোটের মাঠে বিভ্রান্তি না থাকুক। সে লক্ষ্যেই পারস্পরিক ছাড় ও সমঝোতার ভিত্তিতে প্রার্থী সমন্বয়ের কাজ প্রায় শেষ।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সমন্বয় চূড়ান্ত হলে নির্বাচনী মাঠে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে ভোটারদের মধ্যে ঐক্যবদ্ধ বার্তা পৌঁছাবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হবে।
সবশেষ সিদ্ধান্ত ও প্রার্থী তালিকা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



