হাদির ওপর হামলা স্বাধীনতার ওপর আঘাত : যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ

 

আজ ১৩ ডিসেম্বর, শনিবার বাদ আসর, পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শরীফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার এই মাসে একজন দেশপ্রেমী নাগরিক শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। আজ দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দেশকে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— সংগঠনিক বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্কুল-কলেজ বিভাগের সম্পাদক আহমাদ মূরছালিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মুস্তাক আহমাদ, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, মজলিসে আমেলার সদস্য মাওলানা রায়হান মাহমুদ ও সাইফুল ইসলাম লিটন, মতিঝিল থানার সভাপতি মাওলানা সালামাতুল্লাহ,লালবাগ থানার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান, শাহবাগ থানার সভাপতি জাকির হুসাইন এবং সহ-সভাপতি হাফেজ আল আমিন প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ