
আজ সকাল ১০টায় নবীগঞ্জ জে.কে. স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে নারী ও হিজাব নিয়ে চলমান পরিস্থিতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে মামুনুল হক বলেন,
“বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় আমার মা-বোনদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখানো হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ না হয় এবং আমার বোনদের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, তবে যে আগুন জ্বলবে—সে আগুন নেভানোর ক্ষমতা বাংলার কোনো শক্তির হবে না।
১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “আপনারা আমাদের বোনদের নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত যেন কেউ না পায়, সেভাবে আপনারা ইস্পাত-কঠিন দেয়াল গড়ে তুলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করবেন।”
জনসভায় বক্তারা রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




