
নারী নীতি বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ পাঁচ দফা দাবিতে আগামী শনিবার ৩ মে হেফাজতে ইসলামের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সিগঞ্জে গণসংযোগ করেছে দ্বীনি দাওয়াহ সার্কেল মুন্সিগঞ্জ।
এ সময় তারা বলেন সংস্কার কমিশন নারী নীতির নামে ইসলাম বিরোধী আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই আইন কুরআন বিরোধী আইন। বাংলার জনগণ এআইন করে মেনে নেবে না। তাই আগামী শনিবারের মহাসমাবেশ সফল করার জন্য মুন্সিগঞ্জবাসীকে ঢাকায় যাওয়ার জন্য আহবান জানান। এসময় প্রচারপত্র হিসেবে জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয়।