
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ২৪ রমজান ২৫ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যেগে বিশিষ্ট ব্যক্তিবর্গ সুধী ও শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হালিম।
বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দন, বিএনপি। জনাব অধ্যক্ষ মুহাম্মাদ ফরিদুল হক, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা। জনাব হাফেজ আলমগীর হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠী জেলা। জনাব ডা.সিদ্দিকুর রহমান, আমীর, খেলাফত মজলিস, ঝালকাঠি জেলা। জনাব অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইউম, সভাপতি, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ্, ঝালকাঠি জেলা। জনাব আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক, ঝালকাঠি প্রেসক্লাব। মাওলানা ইবরাহীম আল হাদী, সাধারন সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা। মাওলানা মাববুবুর রহমান, প্রশাসনিক প্রধান, নেছারাবাদ দরবার শরীফ। মুফতি আবুল হাসান কাসেমী, সেক্রেটারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরী, [কামরাঙ্গীরচর জোন] জনাব এ কে এম মনজুরুল হক, সদস্য সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝালকাঠি জেলা। মাওলানা মুখতার আহমাদ, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ঝালকাঠি জেলা শাখা। মাওলানা মুসা বিন কাসিম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, জতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জনাব মুহাম্মাদ রাইয়ান, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝালকাঠী জেলা শাখা সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হেফাজতে ইসলামের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাফফিলে সভাপতিত্ব করেন জেলা হেফাজত সভাপতি মাওলানা আব্দুর রহিম খান। সঞ্চালনায় ছিলেন মুফতি নূরুল্লাহ্ আশরাফী, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা।
আমন্ত্রিত অতিথিবৃন্দ জেলা হেফাজতের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সামনের দিনগুলোতে কাধে কাধ মিলিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ভুমিকা রাখা এবং দেশী-বিদেশী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।