
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উৎসব-আমেজে উজ্জীবিত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানের জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা। তবে সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের একমঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন।
এ ছাড়া বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এমন আশা-প্রত্যাশায় তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে নগরীর সর্বত্রই সাজসাজ রব আর উজ্জীবিত তরুণ প্রজন্মও।
বিএনপির বিভাগীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগের রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দেবেন। পাশাপাশি ব্রহ্মপুত্রের ওপারে চরাঞ্চলে একটি আধুনিক শহর, নগরীর যানজট নিরসনে রেললাইন স্থানান্তর ও ফ্লাইওভার নির্মাণ, একটি আধুনিক বিমানবন্দর স্থাপন, মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যের জন্য একটি কোলস্টোরেজ স্থাপন এবং এ অঞ্চলের বেকার যুবকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করবেন বলে মনে করেন বিভাগীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধিসভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত।




