
২৭ জুন শুক্রবার, বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে “মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ” সফল করার আহবান
ঢাকা, ২৪ জুন ২০২৫ (মঙ্গলবার):
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী বৈঠক আজ বাদ জোহর পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে মহানগরের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড শাখা গঠনের অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুন শুক্রবার, বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে “মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ” সফল করার জন্য প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, মাওলানা আবুল কাশেম নিয়াজী, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম সিরাজী, বাইতুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জারির আহমদ, নির্বাহী সদস্যবৃন্দ মাওলানা নাঈমুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ।
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২৭ জুন বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান
📍 ঢাকা, ২৪ জুন ২০২৫ (মঙ্গলবার)
মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামী ২৭ জুন শুক্রবার, বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের মাসিক নির্বাহী বৈঠকে উক্ত সমাবেশ সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বাদ জোহর রাজধানীর পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক।
বৈঠকে মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি: মাওলানা রুহুল আমিন, মাওলানা আবুল কাশেম নিয়াজী, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী
সাংগঠনিক সম্পাদক: মুফতি নেয়ামতুল্লাহ আমিন
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মনিরুল ইসলাম সিরাজী
বাইতুল মাল সম্পাদক: মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা নুরুল আলম কাসেমী
সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা আব্দুল আজিজ কাসেমী
সহ-প্রচার সম্পাদক: মাওলানা জারির আহমদ
নির্বাহী সদস্য: মাওলানা নাঈমুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ প্রমুখ।
বক্তারা মুসলিম বিশ্বের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে বলেন, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করা শুধু রাজনৈতিক নয়, এটি একান্তই ঈমানি দায়িত্ব।”
সমাবেশে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়েছে।