৭২-এর সংবিধান বাতিল করতে হবে — মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ২টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা ফারুক আহমদ নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
তিনি তার বক্তব্যে ১৯৭২ সালের সংবিধানকে ইসলাম ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দিয়ে বলেন,
“৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে। ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত ন্যায়বিচার ও শান্তি আসতে পারে না। আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে খেলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী, সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হুসাইন, মহানগর সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী ও মাওলানা আব্দুর রাকিব, কোনাবাড়ি থানা সভাপতি মাওলানা বেলাল মাহমুদী, গাছা থানা সভাপতি মাওলানা খুরশিদ আলম, সদর মেট্রো থানা সভাপতি মুফতি মাহবুব আশরাফী, বাসন থানা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, বায়তুলমাল সম্পাদক মুফতি আবরারুল হক নোমান এবং গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

সম্মেলনে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক প্রতিনিধি ও স্থানীয় ওলামায়েকেরাম অংশগ্রহণ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরবর্তী সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হয় এবং প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ