রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
আজ বাদ আসর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম ও যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা নাজমুল হাসান, বারিধারা মাদ্রাসার নাজিমে তালীমাত মুফতি মকবুল হোসাইন,সুবহানিয়া মাদ্রাসার নাজেমে তালীমাত মুফতি মহিউদ্দিন মাসুম, মাওলানা মাসুদ আহমদ, মুফতি জাকির হোসেন কাসেমী ও কাসেমী সাহেবের ছোটছেলে মুফতি জাবের কাসেমী।
মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কাসেমী সাহেবের সর্বশেষ অবস্থা জানতে মুফতি জাবের কাসেমীর সঙ্গে কথা বলেছেন।
মাগরিবের নামাযের পূর্বে কাসেমী সাহেবের সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের ছোট ভাই মাওলানা আব্দুল কুদ্দুস।