রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। আজ শুক্রবার দুপুরে কবিরহাটে তার নিজ বাড়িতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
কবিরহাট উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আলাবক্স তাহের টিটু। এর আগে তিনি কবিরহাট পৌর সভার মেয়র ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আলাবক্স তাহের টিটু তার সত্তোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।
এ সময় আলাবক্স তাহের টিটু জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক, ভোটারদের সম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন। তিনি মনে করেন, এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।