রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:৫৮ অপরাহ্ন
জমিয়াতে উলামায়ে বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী রহ. এর স্মরণে আজ রোববার দাউদকান্দির দক্ষিন সতানন্দি গ্রামে দারুস সালাম আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দাউদকান্দি ইত্তেফাকুল আইম্মাহ এর উদ্যেগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইত্তেফাকরে সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম ফয়েজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আল্লামা কাসেমীর ভাই মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন মাওলানা জাবের কাসেমী, মুফতি শামছুল ইসলাম জিলানী, মাওলানা নজির আহমেদ, মুফতি সোলাইমান, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা হাফেজ মুকবুল এ এলাহী, হাফেজ শরিফুজ্জামান, মাওলানা ওমর ফারুক বিন আশ্রাফ, হাফেজ দিদার, মাওলানা রাকিব, মুফতি আব্দুল মুমিন প্রমুখ।