মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন
মাহমুদুল হাসান
সাব-এডিটর
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন ঐক্য ছাড়া কোনদিন সফলতা আসবে না। এ দেশে ইসলাম কেন্দ্রিক কোন কিছু করতে চাইলে সর্বপ্রথম ঐক্যের প্রয়োজন। আমাদেরকে গিবত,শেকায়েত,পরনিন্দা ছাড়তে হবে।রাজনীতি যারা করেন তাদের উদ্যেশ্যে বলেন, রাজনীতি করতে হলে সাহাবায়ে কেরামের আদর্শের রাজনীতি করতে হবে।
এ ছাড়াও তিনি আত্মশুদ্ধির নানান দিক নিয় ঘন্টাব্যাপী আলোচনা করেন৷
আজ ৩০ ডিসেম্বর (বুধবার) বাদ মাগরিব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার খানকাহে আতহারিয়ার এক মজলিসে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি,আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলান শাব্বির আহমাদ রশিদ,আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস মাওলান শফীকুর রহমান জালালাবাদী,
আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল হক(তলোলী হুজুর),শাইখুল হাদীস মাওলানা শামসুল ইসলাম,শাইখুল হাদীস মাওলান আশরাফুদ্দিন, জামিয়া নূরানিয়া তারাপাশার মুহতামিম মাওলান আবুল বাশার,মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী,আল জামিয়াতুল ইমদাদিয়ার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের তত্বাবধায়ক মুফতি সুহাইল আহমাদ,মাওলানা ফয়জুদ্দিন,মাওলানা মাজহার শাহ,মাওলানা আব্দুর রহিম,মাওলানা উবায়দুল্লাহ,মাওলানা আজিজুর রহমান জার্মানি,ড.সজিবসহ কিশোরগঞ্জের ইমাম ও উলামা পরিষদের শতাধিক উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি।