শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন
আরাফাত নুর;
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ এর গ্র্যান্ড ফাইনালে ৩০পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছে উত্তরা জামিয়াতুল মানহালের ছাত্র সাবিত আব্দুল্লাহ।
সে বি-বাড়ীয়া ভাদুঘরের মাওলানা হেদায়েত উল্লাহ’র ছেলে এবং বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি কেফায়াতুল্লহ আযহারীর ভাতিজা।
এ কুরআন প্রতিযোগিতা যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, এবং পূর্ণ ৩০ পারা গ্রুপে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় সব গ্রুপ মিলিয়ে কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনসহ ৪২ সদস্য বিশিষ্ট বিচারমণ্ডলী এ প্রতিযোগিতার বিচার কাজে অংশগ্রহণ করেন।এ অনুষ্ঠানকে আলোকিত করেন দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ।
হিফজুল কুরআন প্রতিযোগিতা উপলক্ষে এ আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা উপজেলার অনেক প্রতিযোগী ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমান। তাদের উপস্থিতি এ প্রতিযোগিতাকে করে তোলো প্রাণবন্ত।