শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৪৯ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
রাজধানী বনশ্রীর অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ ‘জামিয়া ইসলামীয়া আযমিয়া দারুল উলূম রামপুরা মাদরাসার খতমে দরসে বুখারি ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
আজ ৮ মার্চ (সোমবার) বাদ আছর মাদরাসা লাগোয়া খালি জায়গায় এ বুখারি খতম ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয় ৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। এ সময় বুখারী শরিফের শেষ দরস প্রদান করেন চট্টগ্রাম পটিয়া মাদরাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা আব্দুল হালীম বুখারী। পঠিত হাদিসের উপর প্রায় ঘন্টাব্যাপী আলোচনা পেশ করেন আল্লামা আব্দুল হালীম বুখারী ৷ বোখারী শরিফের গ্রহণযোগ্যতা উল্লেখ করে বোখারী শরিফের সর্বশেষ হাদিস এবং সর্বপ্ৰথম হাদিসের সনদ, হাদিস, অধ্যায়, রাবী বা বর্ণণাকারীর সম্পর্কে তাথ্যিক আলোচনা তুলে ধরেন তিনি ৷
সর্বশেষ আল্লামা আব্দুল হালীম বুখারী বোখারী শরিফের সনদ পরস্পরা বয়ান করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাসের উপর অটল-অবিচল থাকার শর্ত সাপেক্ষে উপস্থিত সমাপনী বর্ষের ছাত্রদের হাদিস অধ্যয়ন ও অধ্যাপনার ইযাযত (অনুমতি) প্রদান করেন ৷
এতে আরও আলোচনা করেন,দারুল উলূম রামপুরার সম্মানিত শাইখুল হাদিস ও প্রিন্সিপাল আল্লামা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা আব্দুর রহিম কাসেমীপ্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ ৷
দরস শেষে মুসলিম উম্মাহর নিরাপত্তা, সুখ-শান্তি সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুআ করেন আল্লামা আব্দুল হালীম বুখারী।