বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এরমধ্যে পুরুষ ১২ জন আর মহিলা ৪ জন। ১৬ জনই মারা গেছেন হাসপাতালে। ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ হাজার ৬২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, সারা দেশে করোনা রোগীর জন্য হাসপাতালে শয্যা আছে ১০ হাজার ৪০৮টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ১টি। আর মোট ৫৫৮টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৮৬ জন।