শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হামলা, ভাংচুর ও লুটপাটের নেতৃত্বে যুবলীগ ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য শহীদুল ইসলাম শহীদ ও পক্কন মিয়া। ঘটনার সঙ্গে আল্লামা মামুনুল হকবিরোধী ফেসবুক স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই বলে যুগান্তরকে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় গ্রামবাসীরা আরও জানিয়েছে, জলমহাল নিয়ে পূর্ববিরোধের জের ধরে ঝুমন দাশ আপনের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
গ্রামবাসীরা আরও জানান, স্বাধীন মেম্বার ও পক্কন মিয়ার নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে তারা লোকজনকে সংগঠিত করে গ্রামে তাণ্ডব চালায়।