শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
শায়খুল আরব ওয়াল আজম শাইখুর ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এর শাগরিদে রশীদ ও হাটহাজারী হযরতের ঘনিষ্ঠ বন্ধু, হাজারো ওলামা তোলাবার উস্তাদ, কুতুবুল আকতাব, জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগর, কুমিল্লা এর সুযোগ্য শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ (কলাগায়ের হুজুর) আজ ২১ মার্চ,বোরবার সকাল ৯:৩০ মি: ইন্তেকাল করেছেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপন করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে, জান্নাতের আলামাকাম না রাব্বুল আলামিনের কাছে কামনা করেন।
তিনি আরো বলেন, মরহুমের ইন্তেকালে কুমিল্লাবাসীসহ পুরো বাংলাদেশ একজন নিভৃতচারী ও খোদাভীরু আলেমেদ্বীনকে হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়।