আল্লামা নোমান ফয়জী রহ.! সবার কাছে অতি পরিচিত এক নাম। বিশেষত ইলমে সরফ পিপাসু
শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থীদের
কাছে জনপ্রিয় এক নাম মাওলানা নোমান ফয়জী। বাংলাদেশে ইলমে সরফ নিয়ে যারা নিরন্তর সাধনা করে যাচ্ছেন, তিনি তাদের
অন্যতম এবং শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন। জীবনভর ইলম চর্চায় ছিলেন আত্মনিবেদিত।
জীবনের সোনালী মুহূর্তগুলো বিকিয়ে দিয়েছেন, সাধনা, ত্যাগ ও লেখালেখির মাঝে।
তাঁর জীবনে রাহবারের ভূমিকায় ছিলেন মুফতী আজম ফয়জুল্লাহ রহ.
হযরতের কাছেই শুরু হয় পড়া লেখার প্রথম অধ্যায় ।তার বাবা মাওলানা মুজাফফার রহ.ছিলেন দেশের নামকরা আলেম।প্রথমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হোন হাটহাজারী মাদরাসায়। সেখানে খ্যাতিমান আলেমদের তত্ত্বাবধানে দাওরা ও তাফসির শেষ করেন। উনার উস্তাদদের মধ্যে প্রসিদ্ধ আল্লামা আব্দুল কাউয়্যুম মুহাদ্দিস সাহেব রহ.।হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম মাও.আ.হামিদ সাহেব রহ.
পড়ালেখা সমাপ্তির পরে উস্তাদের নির্দেশে হাটহাজারী মাদরাসায় তার কর্ম জীবন শুরু হয়। দীর্ঘদিন দক্ষতার সাহিত হেদায়াসহ বিভিন্ন কিতাবের দরস দেন। তারপর পিতার নির্দেশে মেখল মাদরাসার সিনিয়ার শিক্ষক, পিতার মৃত্যুর পর মুহতামিম হিসাবে নিযুক্ত হয়ে বর্তমান দক্ষতার সাথে ১৭ বছর দায়িত্ব পালন করছেন।
খ্যাতি দিয়ে মানুষ মাপা যায়
না তা তিনি ভালো করেই জানেন। তাই নির্জন নিরালা আড়ালই তাঁর প্রিয় সঙ্গ। সেখানে বন্ধু
কেবল কলম ও কালি।
হযরত সময় পেলেই খাতা কলম নিয়ে বসে যেতেন। বিভিন্ন কিতাবের ব্যাখ্যা লেখতেন।প্রায় ডজন খানিকের উপরে কিতাব লেখেছেন!
ফয়জুল বুরদা শরহে উর্দু কছিদা বুরদা
তোহফায়ে নোমানী শরহে ফছুলে আকবারী
ফয়জে আবরার শরহে পান্দানামা আত্তার
#জামেউল ফয়ুজ শরহে মাছদার ফয়ুজ
#ফয়ুজাতে আফিফ শরহে হেকায়েতুল লতীফ
#ফয়জুত তাছরিফ উর্দু কাওয়ায়েদে সরফ
#রিয়াজুল মুমিন(উর্দু-বাংলা)
#মোজেযাতে রাসূল আকরাম ছা.(উর্দু-বাংলা)
#মরছিয়াতে মুফতী আজম রহ.(উর্দু)
#ফাজায়েলে মাসায়েলে মিসওয়াক ও ধুমপানের বিষফল(বাংলা)
#মছরিয়ায়ে মাও.হামেদ সাহেব রহ.
#ফয়জে মাআরিব শরহে মিযান
#মেখল মাদরাসার পরিচিক ও সিলেবাস
সম্পাদিত বই সমূহ
#প্রিয় বোনেরা পর্দা করবেন কি?
#বৈধ অবৈধ(তিন খণ্ড)
#হে নারী যে পথে তুমি খুজে পাবে জান্নাত
খ্যাতিমান শ্রদ্ধেয় আলেম আজ বাদ মাগরিব ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…!
আল্লাহ তাআলা হযরতের খেদমতগুলো কবুল করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।