মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা দক্ষিণ আজমপুরে অবস্থিত মুফতি নেয়ামতুল্লাহ আমিন পরিচালিত ’বাইতুল মুমিন মাদরাসায়’ আগামী ১ রমজান থেকে দারুল হাদিসে (মাস্টার্স) বিভাগে ভর্তি শুরু হচ্ছে।
দারুল হাদিস বিভাগের সরাসরি তত্ত্বাবধান করবেন-শাইখুল হাদীস মুফতি শফিকুল ইসলাম (সাইনবোর্ড), বেফাক মহাসচিব,জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক ও সময়ের আলোচিত মুখ ,তারুণ্যের আইডল মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ।
তাছাড়া দারুল হাদিসে নিয়মিত দরস প্রদান করবেন- শাইখুল হাদীস মুফতি শফিকুল ইসলাম, মাওলানা যিকরুল্লাহ খান (ফরিদাবাদ), মাওলানা আবদুর রাজ্জাক আল হোসাইনী, মুফতি হেমাতুল্লাহ কাসেমী(রামপুরা)।
এছাড়াও মাদরাসাটিতে হিফজ, নুরানী,ও কিতাব বিভাগে (তাইসীর থেকে ইফতা) ভর্তি চলবে। ভর্তি ও তথ্যের জন্য কল করুন: ০১৬৮৮২৩৮৭৭৭,০১৯১৮৪৬২১৬৬,