মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে আজ বাদ জুমা।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াসহ বেশ কয়েকটা মাদরাসার ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। সে বিক্ষোভ মিছিলে হামলা করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ এখনো উত্তাল রয়েছে। রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ চলছে।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিরা রাস্তায় বিক্ষোভে নামেন। এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মুসুল্লিদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে আজ শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।