বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে অশুভ আচরণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী। বিক্ষুব্ধ জনতার মিছিলটি আল্লাহ করিম মসজিদ থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামিয়া রাহমানিয়ার গেইটে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসানাত জালালী বলেন মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী তাকে হেনস্থা করেছে। এধরণের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মামুনুল হকের সঙ্গে অশুভ আচরকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, হামলা মামলা করে হকের আওয়াজকে বন্ধ করা যাবে না। এধরণের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বায়তুলমাল ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, যুব মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা আল আবিদ শাকির ও মাওলানা জাকির হুসাইন প্রমুখ।