বুধবার, ২৯ Jun ২০২২, ০৭:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক;
বেলারুশের একটি শহরে আলোচনায় বসার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি থাকত না।
বেলারুশ ছাড়া অন্য যেকোনো জায়গায় আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই বলেও জানান জেলেনস্কি।
যেসব জায়গায় আলোচনায় বসতে আপত্তি নেই সেগুলোও সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন জেলেনস্কি।
তিনি বলেন, ‘রুশদের প্রতি আমাদের প্রস্তাব থাকবে, ওয়ারস, ব্রাতিসলাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল এগুলোর কোনোটিকে আলোচনাস্থল হিসেবে বেছে নিতে। যে দেশের ভূখণ্ড থেকে আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি, তেমন একটি দেশের যেকোনো শহরেই আলোচনায় আপত্তি নেই আমাদের। আন্তরিকতাপূর্ণ আলোচনা আয়োজনের একমাত্র পথ এটি। সত্যিকার অর্থে যুদ্ধ অবসানেরও একমাত্র উপায় এটি।’
এদিকে, রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আলোচনা করার জন্য ইতিমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। আজারবাইজান ও তুরস্কের সরকার তাদের দেশে আলোচনায় বসতে ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।