বুধবার, ২৯ Jun ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
চলমান যুদ্ধের মধ্যেই দ্বিতীয় দফায় বৈঠক শুরু করেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এবারের বৈঠকটি কোথায় হচ্ছে সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে দেশ দুইটির মধ্যে প্রথম বৈঠকটি হয় ইউক্রেন-বেলারুশ সীমান্তে।
এর আগে বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।
গত সোমবার স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলে ওই আলোচনা ।
গত বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। দেশটির ভয়াবহ ধারাবাহিক হামলায় ইউক্রেন ছেড়ে এরই মধ্য পালিয়েছে ১০ লাখের বেশি নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু।