বুধবার, ২৯ Jun ২০২২, ০৭:০২ পূর্বাহ্ন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। তা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। এখন দামটা কেমন হবে সেটি কথা হতে পরে। অনেকে পণ্য মজুদ করে রাখছে, যা বড় সমস্যা। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দেওয়ার জন্য প্রস্তুত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যার পাঁচ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজানের জন্য সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না।
তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করবেই। বাইরের দেশের কোম্পানিগুলো রমজান বা ঈদে বিভিন্ন অফার দেয়, আমাদের দেশে সেটি নেই।