বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

দেশ ছেড়েছে ৩০ লাখের বেশি ইউক্রেনীয়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ হামলার কারনে ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ৩০ লাখ ৩৮১ শরণার্থী ইউক্রেন ছেড়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় এ কথা জানানো হয়।

জাতিসংঘের মতে, পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭১১ শরণার্থী। রোমানিয়ায় আশ্রয় নিয়েছে চার লাখ ৫৯ হাজার ৪৮৫, মলদোভায় তিন লাখ ৩৭ হাজার ৩১৫ এবং হাঙ্গেরিতে দুই লাখ ৬৭ হাজার ৫৭০ জন।

এদিকে, চলমান আগ্রাসনে একে একে ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলো দখল করছে রুশ বাহিনী। দেশটির বিভিন্ন শহরে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। কোথাও কোথাও আচমকা হামলা করছে রুশ বাহিনী।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com