বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
রুশ হামলার কারনে ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ৩০ লাখ ৩৮১ শরণার্থী ইউক্রেন ছেড়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় এ কথা জানানো হয়।
জাতিসংঘের মতে, পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭১১ শরণার্থী। রোমানিয়ায় আশ্রয় নিয়েছে চার লাখ ৫৯ হাজার ৪৮৫, মলদোভায় তিন লাখ ৩৭ হাজার ৩১৫ এবং হাঙ্গেরিতে দুই লাখ ৬৭ হাজার ৫৭০ জন।
এদিকে, চলমান আগ্রাসনে একে একে ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলো দখল করছে রুশ বাহিনী। দেশটির বিভিন্ন শহরে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। কোথাও কোথাও আচমকা হামলা করছে রুশ বাহিনী।