বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই নারীদের ওমরাহ পালনের যে অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করেছে সৌদি আরব। মিশরীয় সংবাদমাধ্যম মাসরায়িকে এ কথা জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য সায়িদ বাহাশওয়ান বলেন, ৪৫ বছরের কম বয়স্ক নারীদের মাহরাম ছাড়া ওমরা পালনের অনুমোদনের বিষয়টি ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করা হয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ আরব।