বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
আগামীকাল দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াবেন নতুন খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন।
তিনি বলেন, মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানানো হয়েছে। আলেমরা মনে করছেন, বায়তুল মোকাররমে ইবাদতের পুরনো সেই প্রাণ ফিরে আসবে। দেশের আধ্যাত্মিক দিকনির্দেশক হিসেবে আগামীর পথচলা দৃঢ় হবে। আগামীকাল আলেম ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় মসজিদ প্রাণবন্ত হবে বলেও তিনি মনে করেন।
এর আগে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।